বিশেষ প্রতিনিধিঃ জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক জাতীয় শ্রমিকলীগ কুয়েত শাখা কমিটি অনুমোদন দেওয়ায়, সদ্য অনুমোদন প্রাপ্ত এই কমিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গতকাল ১৯শে মে ২০১৮ইং রোজ শনিবার সন্দ্যায় কুয়েত সিটির রাজধানী হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রোকনুজ্জামান (রোকন), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল, সহ সভাপতি আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হুসেন টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম রানা, সাংগঠনিক সম্পাদক জাইদুল ইসলাম জাহিদসহ অনেকে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
সদ্য অনুমোদন প্রাপ্ত জাতীয় শ্রমিকলীগ কুয়েত শাখার নেতৃবৃন্দরা তাঁদের সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং নিকট ভবিষ্যৎ-এ শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কিছু কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার কথাও জানান সদ্য অনুমোদন প্রাপ্ত সংগঠনের নেতৃবৃন্দরা।
এদিকে, মোঃ হানিফ মিয়াকে সভাপতি, নজরুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক ,জাহিদুল ইসলাম জাহিদকে সাংগঠনিক সম্পাদক, রোকনুজ্জামান রোকনকে সিনিয়র সহ সভাপতি করে ‘৫৫’ সদস্য বিশিষ্ট কার্যকরী নতুন কমিটির আংশিক নাম ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল।