জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি : ‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা করেছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ-ই-জাহান, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, শহিদুল্লাহ চৌধুরী, মো. সেলিম, পৌরসভা প্যানেল মেয়র মো. সেলিম, কাউন্সিলর সিরাজুল ইসলাম, মৎস্য খামারী এনায়েতুর রহিম, খোরশেদ আলম, শিবু চন্দ্র, হাজী জহুর প্রমুখ। আলোচনা সভা শেষে মৎস্য খাতে সাফল্যের জন্য ৩ জন কে সম্মাননা দেওয়া হয়।