মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিবেদকঃ ৩রা নভেম্বর জাতিয় জেল হত্যা দিবসে, জাতির সূর্য সন্তান ৪ নক্ষত্র সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, কাপ্টেন মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান স্মরণে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত কেন্দ্রীয় কমিঠির উদ্যোগে গত ৩ নভেম্বর ২০১৭ রোজ শুক্রবার রাতে কুয়েত সিটির গুলশান হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
শাখার সভাপতি আওয়ামীলীগ নেতা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক আব্দুর রউফ মাওলার সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদর জাহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে মঞ্চে উপস্থিত ছিলেন, কুয়েত কেন্দ্রীয় আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোরর্শেদ আলম বাদল, সহ সভাপতি আহমেদুর রহমান মাসুম, সহ সভাপতি লুৎফুর রহমান, আনোয়ার হোসেন।
সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে নিহত ও ৩ নভেম্বর নির্মম এ হত্যায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও জেল হত্যা দিবসের উপর আলোচনা সভা বক্তব্য রাখেন, উপদেষ্টা আঃ কালাম,সহ সভাপতি আনোয়ার হোসেন, আঃ কাদের, যুগ্ন সম্পাদক মাহব্বুল হক, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হোসেন মুরাদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মতিন আকন্দ, সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুরাদুজ্জামান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুদ করিম, সম্পাদক বেলাল আহমদ, আওয়ামীলীগ নেতা আজাদ মেম্বার সহ বিভিন্ন শাখা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা, ১৫ই আগষ্টের পর ৩ নভেম্বর নির্মম এ হত্যা কান্ডের ঘটনা ইতিহাসের এক বিরল ঘটনা যা আওয়ামীলীগের নাম মুছে ফেলার জন্য এ হত্যা চালিয়েছে একটি সুপরিচিত মহল কিন্তু বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিক নেতাদের ধারা আওয়ামীলীগ পরিচালিত হওয়ায় আজ উপমহাদেশের বৃহত্তর রাজনীতিক সংগঠন আওয়ামীলীগ।
পরিশেষে, ৩ নভেম্বর নির্মম হত্যার শিকার ৪ নেতার রুহের মাগফেরাত কামনা ও দেশের সুখ শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন কবি আব্দুর মালিক।