স্টাফ রিপোর্টারঃ জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ কুয়েত এর উপদেষ্টা মণ্ডলীর অন্যতম আবুল কালাম আজাদের মামা ও সহ সভাপতি শহীদ খানের বাবার মৃত্যুতে কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার জান্নাত হোটেলে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি শৌকত আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শিহাব বক্তের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা ডি,এম ওয়ারিছ, উপদেষ্ঠা শেখ নিজামুর রহমান টিপু, উপদেষ্ঠা আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক সুমন আহমেদ আনসারী, সহ সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ,সাংগঠনিক সম্পাদক আনোয়ার আহমেদ, জামিল আহমেদ, সহ সাংস্কৃতিক সম্পাদক মনহর আহমেদ, সেলিম মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, মৃত্যু এক অবধারিত সত্য, অনিবার্য বাস্তব। জগতের কোনো প্রাণী, কোনো কিছুই মৃত্যুহীন অবিনশ্বর নয়।
তাঁরা বলেন, যেসব স্বজনদের জন্য আমাদের এই সীমাহীন ত্যাগের প্রবাস জীবন; তাঁদেরকে শেষ দেখার সুযোগ হয়ে উঠছেনা আমাদের এই জীবনে , মৃত্যুর পর মুহূর্তেও এজগতে তাঁদেরকে দেখার সুযোগ নেই সুদূর প্রবাসে থাকার ফলে।
নেতৃবৃন্দরা, সদ্য প্রয়াত মরহুমদ্বয়ের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে, সদ্য প্রয়াত মরহুমদ্বয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।