যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা।
আগামী ৭ এপ্রিল বিকেলে স্থানীয় বার্কমার হাই স্কুল মিলনায়তনে এ আয়োজন করছে প্রবাসী সংগঠন ‘জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন’।
পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে কোন প্রবেশমূল্য লাগবে না বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের সভাপতি মোহন জাব্বার ও সাধারণ সম্পাদক উত্তম দে।
মেলায় স্টল নিতে আগ্রহীদেরকে দায়িত্বপ্রাপ্ত সংগঠক শেখ জামালের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তারা।
এছাড়া অনুষ্ঠানের অন্যান্য দায়িত্বে সম্পৃক্ত হয়েছেন নেহাল মাহমুদ, ভাস্কর চন্দ, আবু নাসের মিলন, শহিদুল ইসলাম ঠান্ডু, নুরুল তালুকদার নাহিদ, ইলিয়াস হাসান, সাগর চক্রবর্তী, রাশেদ চৌধুরী, মোহাম্মদ কায়েদুজ্জামান, সৈয়দ মুরাদ, সৈয়দ আলম কামরান, আবুল হাশেম, রতন দাশ, আবুল হাসান ও হাসান খান।