অগ্রদৃষ্টি ডেস্ক: নতুন রং কোম্পানী জতুন পেইন্টস ঢাকার শাহজাদপুরে ইন্সপিরেশন সেন্টার “মিরাকল পেইন্টস” এর শুভ উদ্বোধন করেছে। গত সোমবার রাজধানীর এক অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিতভাবে বাংলাদেশে কোম্পানিটির ২৪ তম ডিলারের সেন্টারটির যাত্রা শুরু করলো।
নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন প্রধান অতিথি হিসেবে মিরাকল পেইন্টস উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর আফতাব উল ইসলাম, গাম্বিয়ার কাউন্সিলর জেনারেল কাজী খুররাম আহমেদ, জতুন পেইন্টস-এর কান্ট্রি ম্যানেজার শফিক সিদ্দিকী এবং জতুন ইন্ডিয়ার সেলস ডিরেক্টর পার্সি জিজিনা সহ বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন কোম্পানির প্রতিনিধি এবং ব্যবসায়ীগণ।
জতুন সারা বিশ্বে একটি নেতৃস্থানীয় পেইন্ট ব্র্যান্ড এবং ব্যবসা পরিচালনা করার জন্য এই খ্যাতিমান কোম্পানিকে বেছে নেয়ার জন্য রাষ্ট্রদূত মিরাকল পেইন্টস এর প্রতিষ্ঠাতা মাহবুব উল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর আফতাব উল ইসলাম অত্যন্ত আকর্ষণীয় বক্তব্যের মাধ্যমে তার জতুন পেইন্টস এর ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং তিনি এই পণ্য ব্যাবহারে এতই গুণমুগ্ধ যে, নিজেকে এই ব্র্যান্ডের একজন “ব্র্যান্ড এম্বাসেডর” হিসেবে ঘোষণা করেন।
উল্লেখ্য, ১৯২০ সালে অড গ্লেডিচ এর হাত ধরে নরওয়ে এর সেন্ডিফিয়র্ডএ জতুন পেইন্টস এর যাত্রা শুরু হয় এবং পরবর্তী প্রায় ১০০ বছরে তারা সর্বমোট ৯০ টি দেশে তাদের উৎপাদন এবং বিক্রয় কার্যক্রম বিস্তৃত করছে।
জতুন সারা বিশ্বে মেরিন পেইন্টসে নাম্বার ওয়ান কোম্পানি হিসেবে সমাদৃত হলেও ডেকোরেটিভ এবং প্রোটেক্টিভ সেগমেন্টের রয়েছে তাদের অত্যন্ত উচ্চ গুণসম্পন্ন পণ্যের সমাহার, যা তারা সম্মানিত ডিলারদের মাধ্যমে অত্যন্ত মনোরম পরিবেশে ভোক্তাদের নিকট পৌঁছে দেয়া নিশ্চিত করে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই