এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ সিলেট নগরীর বালুচর এলাকায় ছাত্রলীগের হামলায় স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের জাহান (১৪) এবং সায়েক (১৫) নামের দুই শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, জাহান স্কলার্স হোম’র ৯ম শ্রেণীর ও সায়েক ১০ শ্রেণীর ছাত্র। জাহান বালুচর এলাকার আল ইসলাহ ২৬নং বাসার এমদাদুর রহমানের ছেলে এবং সায়েক উত্তর বালুচর এলাকার ফোকাস ৩৬নং বাসার জাহাঙ্গীর চৌধুরীর ছেলে।
এলাকা বাসীর সূত্রে জানা যায়, স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাজমুল ও শাহেদ একই শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেনীর ছাত্র জাহান ও ১০ম শ্রেণীর ছাত্র সায়েককে টিলাগড় রঞ্জিত গ্রুপের ছাত্রলীগ নেতা সায়েফের গ্রুপে যোগ দিতে বলে।
কিন্তু জাহান ও সায়েক তাতে অপরাগতা প্রকাশ করে। এর জের ধরে বৃহস্পতিবার রাতে নাজমুল ও শাহেদ কয়েকজন ছাত্রলীগ কর্মী নিয়ে তাদেরকে ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম দুইছাত্র ছুরিকাহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই