ছাতকে আটককৃত বিপুল পরিমান বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও ইয়াবাহ ট্যাবলেট ধ্বংস করা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার সকালে ছাতক থানা অভ্যন্তরে প্রায় তিন লক্ষ টাকা মুল্যের ১হাজার ২শ’ ২৭ বোতল মদ ও ৯শ’ ৫০ পিচ ইয়াবাহ ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়। গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ বোতল ম্যাকডুয়েল রিচার্ভ হুইস্কি, ৩৩ বোতল ম্যাকডুয়েল বু-রিবান্ড টেংগু, ২২ বোতল প্রিমিয়াম রোমানভ ভটকা ও ১হাজার ১শ’ ৫০ বোতল অফিসার্স চয়েজ প্রেসটিজ হুইস্কি মদ আটক করে। গত ৪ ডিসেম্বর আদালতের নির্দেশ ক্রমে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের উপস্থিতিতে আটককৃত এসব মদ ও ইয়াবাহ ট্যাবলেট প্রকাশ্যে ধ্বংস করা হয়। এসময় ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই তরিকুল ইসলামসহ, সাংবাদিক ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।