ডেস্ক নিউজ : শি আবারো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অভিনন্দন জানিয়েছেন।
চীনের নামেমাত্র পার্লামেন্ট শনিবার সকালে সর্বসম্মতিক্রমে শি জিনপিংকে পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নিয়োগ দিয়েছে।
পুতিন এক বার্তায় বলেন, এনপিসি’র এই নিয়োগের মাধ্যমে আরো একবার আপনার উচ্চ মর্যাদা প্রমাণিত হলো। এটা চীনের ক্রমবর্ধমান অর্থনীতি ও সামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে চীনের জাতীয় স্বার্থ সুরক্ষায় আপনার অবদানের স্বীকৃতি।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া-চীন সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছার বিষয়ে ব্যক্তিগতভাবে অবদান রাখায় রুশ নেতা শি’কে আন্তরিক ধন্যবাদ জানান।
পুতিন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমরা দুটি বড় দেশের মধ্যে কিভাবে সাম্যতার ভিত্তিতে দ্বিপক্ষীয় স্বার্থের ব্যাপক উন্নয়ন ঘটানো যায় তার বাস্তব উদাহরণ তৈরি করেছি।
পুতিন শি’র কাছে পাঠানো বার্তায় আরো বলেন, ‘আমি নিশ্চিত যে যৌথ প্রয়াসের মাধ্যমে আমরা রুশ-চীনের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের সহযোগিতা আরো জোরদার করতে পারবো।’(বাসস)