চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় শিক্ষকের বেত্রাঘাতে ওবায়েদ উল্লাহ (৭) নামে আহত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের সিঙ্গাড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ওবায়েদ উল্লাহ ওই গ্রামের লুৎফুর রহমানের ছেলে। সে সিঙ্গাড্ডা দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র। অভিযুক্ত শিক্ষক শাহিন আহমেদ ওই মাদ্রাসায় হেফজ শাখায় কর্মরত শিক্ষক।
স্থানীয়রা জানায়, কওমি মাদ্রাসার ছাত্র ওবায়েদ উল্লাহ দুষ্টামি করার অভিযোগে বৃহস্পতিবার রাতে মাদ্রাসা শিক্ষক শাহিন ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে ছেলেটি অচেতন হয়ে পড়ে। আহতাবস্থায় তাকে নবাবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়। পরে বাড়িতেই তার চিকিৎসা চলছিলো। সোমবার রাত ৮টার দিকে অবস্থার অবনতি হলে বাড়ি থেকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান জানান, নিহত শিক্ষার্থীর বাবা ঢাকায় চাকরি করেন। তিনি মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবহিত করেছেন।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে এসেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।