বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনি এম,পি কুয়েত আগমন উপলক্ষে কুয়েত প্রবাসী চাঁদপুরবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
চাঁদপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা এর সংগঠক মোহাম্মদ কবিরের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি খোরশেদ আলম রফিক রাজার সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস,এম,আবুল কালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কুয়েতের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দরা সহ সকল শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরা।
সংবর্ধিত অতিথি ডাঃ দীপু মনি এম,পি কুয়েতে বসবাসরত চাঁদপুরবাসী তথা কুয়েত প্রবাসী বাংলাদেশীদের উদ্দ্যেশে প্রায় দীর্ঘ এক ঘণ্টার বক্তব্যে কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের অনেক কষ্টের উপার্জিত অর্থ প্রেরণে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকার সবসময়ই প্রবাসীদেরকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
তিনি বলেন, বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পিছনেও বহির্বিশ্বে বসবাসরত এক কোটি প্রবাসী বাংলাদেশীদের সিংহভাগ অবদান।
এছাড়াও ডাঃ দীপু মনি বর্তমান বাংলাদেশ সরকার কর্তৃক নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।