চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ দুইজন সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরপর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার পর দুইজনকে চট্টগ্রামে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সেনাবাহিনী।
চট্টগ্রামের কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুল মুস্তফা বিবিসি বাংলাকে জানিয়েছেন, রাতে শাহ আমানত সেতুর কাছে মইজ্জ্যার টেক এলাকা থেকে দুই সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
“ঐ দুইজন কক্সবাজার এলাকা থেকে ইয়াবাগুলো নিয়ে আসছিল। মইজ্জ্যার টেক এলাকায় এসে তারা একটি গাড়ি থেকে নেমে আরেকটি গাড়ির জন্য অপেক্ষা করছিল।
তখন তাদের হাতে বড় একটা ব্যাগ ছিল, যা দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের ব্যাগ সার্চ করে।”
“এরপর তাদের কাছে ৫০ হাজার ইয়াবা পাওয়া যাবার পর, তাদের গ্রেপ্তার করা হয়।”
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার দুইজন চট্টগ্রাম সেনানিবাসে সৈনিক পদে কর্মরত।
তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করে চট্টগ্রামে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর আইএসপিআরের পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান বিবিসি বাংলাকে বলেছেন, “অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
ঐ দুইজন চাকরীচ্যুতও হতে পারে। সে সম্ভাবনাই বেশি।”
“তবে, তার আগে এ ঘটনার তদন্ত হবে। এরপর ব্যবস্থা নেয়া হবে।
সেনাবাহিনীতে কোন ধরণের অপরাধমূলক ঘটনার মাফ নেই।”
সূত্র, বিবিসি