স্পোর্টস ডেস্ক: এবারের লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি। বার্সেলোনা ফরোয়ার্ড ১১ ম্যাচে করেছেন ১২ গোল। তার চিরপ্রতিদ্বন্দ্বী ভাবা হয় যাকে, সেই ক্রিস্টিয়ানো রোনালদোর নাম নেই ৩০ জনের তালিকাতেও!
সাত ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের গোল যে মাত্র একটি। সিআর-সেভেন লিগে নিজের গোলখরা নিয়ে তাই ভীষণ হতাশ বলে জানিয়েছেন তার সতীর্থ সার্জিও রামোস। তবে পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় দ্রুতই গোলে ফিরবেন বলে আশাবাদী রিয়াল অধিনায়ক।
লা লিগায় জিরোনা ও চ্যাম্পিয়নস লিগে টটেনহামের কাছে হারের পর রোববার লিগে লাস পালমাসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। দলের জয়ে একটি করে গোল করেছেন ক্যাসেমিরো, অ্যাসেনসিও ও ইসকো।
রোনালদো দ্বিতীয়ার্ধে ইসকোকে দিয়ে গোল করিয়েছেন। কিন্তু নিজে স্কোরশিটে নাম তুলতে পারেনি। এ নিয়ে টানা তিনটি লিগ ম্যাচে গোল পেলেন না পর্তুগিজ তারকা। আক্রমণভাগের আরেক তারকা করিম বেনজেমাও গোলখরায় ভুগছেন। ফরাসি ফরোয়ার্ড ছয় ম্যাচে গোল করেছেন রোনালদোর সমান একটি।
গুরুত্বপূর্ণ দুই সতীর্থের ওপর অবশ্য আস্থা হারাচ্ছেন না রামোস। রিয়াল অধিনায়ক মভিস্টারকে বলেছেন, ‘ক্রিস্টিয়ানো ও করিমের গোল আসবে। ক্রিস্টিয়ানো যখন গোল করছে না, নিশ্চিতভাবে সে হতাশ। তবে তারা কম গোল করায় আমরা উদ্বিগ্ন নই। কারণ, তারা পার্থক্য গড়ে দেয়। জয়টা হলো আসল ব্যাপার। গোল আসবেই।’
তথ্যসূত্র: ফোর ফোর টু