গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে, পুর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি একথা বলেন। এসময় মির্জা ফখরুল আরো বলেন, নির্বাচন কমিশনের অযোগ্যতা প্রমাণ করতেই বাকী সিটি করপোরেশন নির্বাচনগুলোতে অংশ নেবে বিএনপি।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহায়তায় সরকার গাজীপুরে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। তারা রাষ্ট্রের সকল যন্ত্রকে ব্যবহার করেছে। গণমাধ্যমকে হুমকি দিয়ে সত্য প্রকাশে বাঁধা দিয়েছে। নির্বাচনের নামে শুধুমাত্র একটি তামাসা অনুষ্ঠিত করেছে। ভোট ডাকাতির নতুন কৌশল প্রয়োগ করেছে। আমরা গাজীপুর সিটি নির্বাচনের ফলাফল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। ওই নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানাচ্ছি।’