জগলুল হুদা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, খালেদা জিয়াকে চেয়ারপার্সনের পদ থেকে অব্যহতি দিতে না পারলেও তাকে দীর্ঘ মেয়াদী ছুটিতে পাঠান।
সোমবার (৩১ জুলাই) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গবন্ধুর খুনিদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের বিচারের দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন যে তারা নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহন করবেন। এই শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য আমি বিএনপিকে এবং তার নেতাদেরকে ধন্যবাদ জানাই। তাদেরকে আরও বলব, খালেদা জিয়াকে চেয়ারপার্সনের পদ থেকে অব্যহতি দিতে না পারলেও তাকে দীর্ঘ মেয়াদী ছুটিতে পাঠান। তাহলে আমি আপনাদেরকে আরও একটি ধন্যবাদ দেব।
তিনি আরও বলেন, লোকে বলাবলি করছে, কাশেমবাজার কুঠি এখন লন্ডনে, ঘষেটি বেগমও লন্ডনে। খালেদা জিয়া তারেক রহমানের বাসায় বসে বসে শুধু সরকার নয়, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তার দলের অন্যতম একজন নেতা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি আসলাম চৌধুরী মোসাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই ছবি প্রকাশ হওয়ার পর তিনি গ্রেফতার হয়েছেন। খালেদা জিয়াও মোসাদ, আইএসসহ জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক করে দেশকে অস্থীতিশীল করার চেষ্টা করছেন।
ড. হাছান মাহমুদ বলেন, আমি সরকারের কাছে আহ্বান জানাই, খালেদা জিয়া দেশে ফেরা মাত্রই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। যিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাকে আইনের আওতায় আনা হবে এটাই জনগনের প্রত্যাশা।
তিনি বলেন, তার রাজনীতিই হচ্ছে দেশকে অচল এবং অকার্যকর করার। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসন করেছিলেন। আর খালেদা জিয়া তার এক মাসের পার্লামেন্টে বঙ্গবন্ধুর এক খুনিকে বিরোধীদলীয় নেতা বানিয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বলেছেন যে, তার নেত্রী কোন গোয়েন্দা সংস্থা বা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করছেন না। এর মানে হলো, ‘ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি’ সেই প্রবাদের মতো অবস্থা হয়েছে তাদের।
সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এ্যাড. সাজোয়ার হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এড. আসাদুজ্জামান দূর্জয়, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, স্বাশিপ সাধারণ সম্পাদক শাহাজাহান আলম সাজু, আওয়ামী লীগ নেতা এমএ করিম প্রমুখ।