অগ্রদৃষ্টি ডেস্ক: পাখির আঘাতেই বিশাল আকারের বিমানের সামনের অংশে গর্তের সৃষ্টি হবে তা হয়তো কখনো ভাবেননি পাইলট। বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও পাখির আঘাতের পর বিমানটি নিরাপদে অবতরণ করা হয়েছে।
গত শুক্রবার এ ঘটনা ঘটেছে। ইজিপ্ট এয়ার লাইনসের একটি যাত্রীবাহী বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের আগে ওই ঘটনা ঘটে। তবে ৭১ যাত্রী নিয়ে নিরাপদেই অবতরণ করেছে বিমানটি।
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসর থেকে লন্ডনের উদ্দেশ্যে আসা ইজিপ্ট এয়ারের ৭৩৭-৮০০ বোয়িং বিমানের নাকে হঠাৎ ধাক্কা মারে একটি পাখি।
পাখিটির ধাক্কায় বিমানে বড়সড় একটি গর্ত হয়ে যায়। যখন লন্ডনের হিথরো বিমানবন্দরে বিমানটি অবতরণ করে তখনো তার সামনের অংশে পাখির পালক দেখা যায়।
অ্যাভিয়েশন হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২১ ঘণ্টা ধরে মেরামতের পর ফিরতি ফ্লাইট শুরু করে বিমানটি।