জগলুল হুদা, রাঙ্গুনিয়া : ৩০ দিনের সিয়াম সাধনার পর ঘুরে ফিরে আসে ঈদ-উল-ফিতর। সাথে নিয়ে আসে আনন্দের বার্তা। তবে আনন্দের মাত্রাতে যেমন হেরফের ঘটে, তেমনি উদ্যাপনে আছে ভিন্নতা। রাজনীতিবিদদের পাশাপাশি জনপ্রতিনিধি ও পেশাজীবি ঈদ নিয়ে সাধারন মানুষের মাঝে আছে তীব্র উৎসুক ও আগ্রহ। তাই পাঠকদের জন্য তুলে ধরা হলো রাঙ্গুনিয়ার ৭ বিশিষ্টজনের ঈদ ভাবনা।
ড. হাছান মাহমুদ এমপি : সাবেক পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রতিবারের ন্যায় এবারও তিনি রাঙ্গুনিয়ায় ঈদের দিন অতিবাহিত করবেন। নিজ বাড়ী পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের মসজিদে নামাজ আদায় করে এলাকার সর্বস্তরের লোকজন ও রাঙ্গুনিয়ার রাজনৈতিক নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি ঈদের দিন বাড়ীতে অতিথিদের হালিম, সেমাই ও পায়েস দিয়ে আপ্যায়ন করবেন। পরদিন সন্ধ্যায় তিনি চট্টগ্রাম নগরীর পারিবারিক বাসায় রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
মো. নজরুল ইসলাম : কেন্দ্রীয় জাতীয় পার্টির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, রাঙ্গুনিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও রাঙ্গুনিয়ার সাবেক এমপি নজরুল ইসলাম এবার ঈদ কাটাবেন সৈয়দবাড়ী গ্রামের বাড়িতে। সৈয়দবাড়ী জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে শুভাকাঙ্খী ও রাজনৈতিক নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি ঈদের দিন অতিথিদের বিরানী, হালিম, নুড্লস দিয়ে আপ্যায়ন করবেন।
মুহাম্মদ আলী শাহ : রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ বরাবরের মতো মরিয় নগর গ্রামের নিজ বাড়ির জামে মসজিদে নামাজ আদায় শেষে মুরব্বীদের কবর জিয়ারত করবেন। সারাদিন স্বপরিবার, আত্বীয় স্বজন, এলাকার লোকজন ও শুভাকাঙ্খীদের সাথে নিয়ে ঈদ উদযাপন করবেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার : রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার কর্ম ব্যস্ততার কারনে এবার তিনি ঈদ করবেন রাঙ্গুনিয়ায়। তিনি উপজেলা সদরের ইছাখালী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। ঈদের দিন সকালে উপজেলার সরকারি বাসায় তিনি উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য চট্টগ্রাম শহরে যাবেন।
খলিলুর রহমান চৌধুরী : রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী প্রতি বছরের মতো মুরাদ নগর নিজ বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। সারাদিন দলীয় নেতাকর্মী , আতাœীয় স্বজন ও এলাকার লোকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
শাহজাহান সিকদার: রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার নিজ বাড়ীর সৈয়দবাড়ী জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে এলাকার সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেলে নিজ বাড়িতে নেতাকর্মী আতœীয় স্বজনসহ সকলের সাথে ঈদের কুশল বিনিময় করবেন। তিনি অতিথিদের বিরিয়ানি ও পায়েস দিয়ে আপ্যায়ন করবেন।
মো. হুমায়ুন কবির : রাঙ্গুনিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমাযুন কবির কর্ম ব্যস্ততার কারনে নিজ কর্মস্থল রাঙ্গুনিয়া থানার ঈদগাহে নামাজ পড়বেন। নামাজ আদায় শেষে থানায় সকল ষ্টাফদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সারাদিন তিনি রাঙ্গুনিয়া থানায় থাকবেন ও রাঙ্গুনিয়ার বিভিন্ন অ লের আইন শৃঙ্খলার পরিস্থিতির খোঁজ খবর রাখবেন।