কুয়েতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন
কুয়েত প্রবাসী বাংলাদেশি সিনিয়র সিটিজেন, রাজনৈতিক ও সামাজিক সংগঠক আব্দুস সাত্তার মণ্ডল।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৫ মে) কুয়েতের স্থানীয় একটি হাসপাতালে মারা গেছেন তিনি।
কিছুদিন আগে চৌষট্টি বছর বয়সী আব্দুস সাত্তার মণ্ডল রোগাক্রান্ত হয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। পরে করোনা টেস্ট এর রিপোর্টে পজিটিভ আসলে ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গতকাল শুক্রবার আব্দুস সাত্তারের কুয়েতি কফিল তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
কুষ্টিয়া জেলার সদ্য প্রয়াত আব্দুস সাত্তার প্রায় তিন যুগ আগে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত বদ্রাম জেনারেল ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানির এডমিনিস্ট্রেশন ম্যানেজার এর দায়িত্বে ছিলেন।
প্রবাসী এ সংগঠকের অকাল মৃত্যুতে কুয়েতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
শোকাহত প্রবাসী সহপাঠী ও সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
?️আ হ জুবেদ