আ হ জুবেদঃ কুয়েত প্রবাসী শিল্পী ফাউন্ডেশন এবার ফরওয়ানিয়া এলাকায় অত্যন্ত মনোরম ও ঘরোয়া পরিবেশে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
প্রবাসী কণ্ঠশিল্পী ও বিভিন্ন শ্রেণী -পেশার প্রবাসীদের উপস্থিতিতে, স্থানীয় কণ্ঠশিল্পীদের মন-মাতানো গানের মধ্যদিয়ে, বিনোদনে পরিপূর্ণ একটি রাত পার করেন প্রবাসীরা।
হাজারো ব্যস্ততার প্রবাসে, প্রবাসীদের অবসর নেই বললেই চলে, তবুও কখনো একটু খানি অবসর মিললেই প্রবাসীদের ভাবনা থাকে আনন্দ আর নানা বিনোদনে কাটিয়ে দিতে ।
কুয়েত প্রবাসীদের বেলায়ও তাই, দেশটিতে প্রায় ৩ লক্ষ প্রবাসীরা আছেন, বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনে কুয়েত প্রবাসীদের রয়েছে বেশ সুনাম। এবার বিশাল কোনো পরিসরে না হলেও, কুয়েত প্রবাসী শিল্পী ফাউন্ডেশন ফরওয়ানিয়া এলাকায় অত্যন্ত মনোরম ও ঘরোয়া পরিবেশে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মোল্লার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের এডমিনিস্ট্রেটর অফিসার মিজানুর রহমান,সংগঠক জামাল আহমেদ, শিল্পী হাসান কামাল, কণ্ঠশিল্পী মোহাম্মদ মনির হুসেন খাঁন, কণ্ঠশিল্পী ফাতেমা, কণ্ঠশিল্পী কেয়া, শিল্পী রবিকানন, সংগঠক এস এম আব্দুল আহাদ, জাকির হুসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ হ জুবেদ সহ অনেকে।
প্রবাসীদের জীবনে ঈদ আনন্দ খুব বড় করে দেখা না গেলেও, ঈদ আনন্দ উৎসবে প্রবাসীরা বরাবরই সবার উপরে।
কাছে নেই আত্মীয়-স্বজন, তবুও দূর প্রবাস থেকে ঈদের শুভেচ্ছা জানাতে ভুল করেননা স্বদেশ ছেড়ে প্রবাসে থাকা রেমিটেন্স যোদ্ধারা।
শত আনন্দ, হাজারো বিনোদন কিংবা অবর্ণনীয় মন মাতানো উৎসব, তবুও দূরদেশে থাকা প্রবাসীদের মন, সারাক্ষণ খুঁজে বেড়ায় দেশে থাকা আত্মার আত্মীয় আপনজন।
পরদেশে থাকা প্রায় এক কোটি প্রবাসীদের বছরের পর বছর প্রবাসেই কাটিয়ে দিতে হয় শুধুমাত্র জীবন আর জীবিকা নির্বাহের জন্য। প্রবাসীদের সান্ত্বনা এটুকুই যদি সবকিছুর পরও সুখে থাকে দেশে থাকা আত্মীয়-স্বজন।