বিশেষ প্রতিনিধিঃ কুয়েত প্রবাসী অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার (১৪মার্চ) সকাল ১০টায় কুয়েতের স্থানীয় আমিরি হাসপাতালে তিনি মারা যান।
সিলেট জেলার দক্ষিণ সুরমা মুগলাবাজারের বাসিন্দা মোহাম্মদ বেলাল আহমদ প্রায় তিন যুগেরও বেশি সময় আগে জীবন আর জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন।
শুরুতে কুয়েতের একটি কলেজে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে গত কয়েক বছর ধরে কুয়েত ফ্লাওয়ার মেইল কোম্পানীর জাহরা ব্রাঞ্চে সিনিয়র এক্সেকিউটিভ পদে কর্মরত ছিলেন বেলাল।
কিছুদিন আগে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সতেরো দিন তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন স্থানীয় আমিরি হাসপাতালে।
সেখানে ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, পরে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
একপর্যায়ে এ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ বেলাল আহমদ।
এদিকে বেলাল আহমদ’র মৃত্যুতে কুয়েতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
বেলাল আহমদ একাধারে কবি,সাহিত্যিক, রাজনীতিবিদ ও সম্মিলিত সচেতন নাগরিক ফোরাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিলেন।
ভোজনবিলাসী মোহাম্মদ বেলাল আহমদ’র মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক নেতারা গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।