করোনা ভাইরাস এর আতংক রীতিমতো বিশ্বটাকে কাপাচ্ছে, অবশ্য এ ভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে বেশ ভালো চেষ্টাও চলছে।
উপসাগরীয় দেশ কুয়েতেও করোনার কঠোরতা ক্রমাগত বাড়ছে, কিন্তু কুয়েত সরকার করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দৃশ্যমান নানা পদক্ষেপ গ্রহণ করার ফলে এপর্যন্ত দেশটির সর্বত্রে এ রোগের বিস্তার ঠেকানো সম্ভব হয়েছে।
বর্তমানে কুয়েত সরকারের নির্দেশ মোতাবেক দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত সহ দোকানপাট ইত্যাদি বন্ধ রয়েছে।
পাশাপাশি নির্দেশ দেয়া হয়েছে, খুব বেশি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হতে; কিন্তু অনেকেই এই নির্দেশ মানছেন না, নিশ্চয় এটি এদেশের আইনলঙ্ঘনের শামিল।
এমতাবস্থায় কুয়েত সরকার কতৃক কঠিন কোনো সিদ্ধান্ত এড়াতে আমাদেরকে দেশটির সকল নিয়মকানুন ও নির্দেশ মেনে চলতে হবে।
অন্যথায় চরম বিপদ আইন লঙ্ঘন কারীদের জন্য অবধারিত।
নিজে সুস্থ জীবনযাপনের জন্য স্থানীয় আইন মেনে চলুন এবং কর্মজীবী প্রবাসীদের ‘দ্বিতীয় আবাস’ কুয়েতকে নিরাপদ রাখতে সহায়ক ভূমিকা পালন করুন।
আ হ জুবেদ
সম্পাদক (অগ্রদৃষ্টি)