আ হ জুবেদঃ কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও প্রবাসীদের নিয়ে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় ও কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্টপ্রতির বাণী পাঠ করেন, কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) মোঃ জহিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন, দ্বিতীয় সচিব নিয়াজ মোর্শেদ,পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন, সোনালী ব্যাংক প্রতিনিধি মোঃ জাকির হোসেন মজুমদার ,পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান,সংস্কৃতি প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মোঃ জিহোন ইসলাম।
মাতৃভাষার জন্য যারা ও অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন, সেসব ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সমাপনি বক্তব্যে কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা ও ২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮টি দেশ এ দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে।
তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি গোটা বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন।
কুয়েত দূতাবাস কর্তৃক আয়োজিত বিশেষ এ দিবসের অনুষ্ঠানে কুয়েতের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।