মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ জাতীয় পাটি কুয়েত রাজ্য শাখার উদ্যাগে গত ১০ জুন ২০১৭ রোজ শনিবার কুয়েত সিটির গুলশান হোটেলে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কুয়েত রাজ্য শাখা জাতীয় পাটির সভাপতি ও কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য জননেতা হাজী মাহমুদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হযরত আলী মল্লিকে উপস্হাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাঠোয়ারী,কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা জনাব সাজেদুল ইসলাম,দূতাবাস কর্মকর্তা জসিম উদদীন,বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান মখাই,আঃ রসিদ সিরাজ,নাসির উদদীন,জয়নাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন,বিশিষ্ট সংগঠক রফিকুল ইসলাম,জাতীয় পাটির নেতা মোঃ ইসমাইল হোসেন,লুৎফুর রহমান মখাই,জাহাঙ্গীর হোসেন পাঠোয়ারী,জনাব সাজেদুল ইসলামসহ অনেকে। সভাপতির সমাপনী ভাষনে জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা জননেতা হাজী মাহমুদ আলী বলেন,জাতীয় সংসদে পাশ হওয়া এ বাজেট সাধারন মানুষের কোন লাভ হবে না এটি গরীব মারার বাজেট ও সরকার ব্যাংক আমানতের উপর ট্যাক্স ও শুল্ক ধার্য্যের কঠোর সমালোচনা করেন।ইফতার ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যাক প্রবাসী বাঙ্গালীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তি বর্গ উপস্হিত ছিলেন। পরিশেষে হাফেজ কাউছার হোসেনের পরিচালনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।