কুয়েত প্রতিনিধিঃ কুয়েত আওয়ামীলীগ’র উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
সোমবার (২১ শে ফেব্রুয়ারি) কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কুয়েত আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি আশরাক আলী ফেরদৌস এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আব্দুল হাই ভুঁইয়া, সহ-সভাপতি মুরাদুল হক চৌধুরী, আনোয়ার হুসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম প্রমুখ।
বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অদুধ আহমদ, তাজ উদ্দিন, আহাদ আম্বিয়া খোকন, ফসল আলম, নাসির উদ্দিন খোকন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের প্রতিরোধই উন্মুক্ত করে দেয় স্বাধীন বাংলাদেশের দুয়ার। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আজকে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ।
সাংস্কৃতিক বহুত্ববাদকে প্রাধান্য দিয়ে প্রতিটি দেশেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে এমন প্রত্যাশার কথা যোগ করেন বক্তারা।
শেষে ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর মুক্তিযুদ্ধে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।