আকস্মিক কুয়েতে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে গেছে। রোববার ৯৬২ জন দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হন। এনিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০৯৯৮ জনে।
অথচ গত সপ্তাহে ২৪ ঘণ্টার রিপোর্টে আক্রান্তদের সংখ্যা অর্ধেকের চেয়েও কম ছিল।
এ পরিস্থিতিতে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকানোর জন্য কুয়েত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
বর্তমানে ৩৫ দেশের নাগরিক কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটির নানান ক্ষেত্রে প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে বিভিন্ন ক্যাটাগরির প্রবাসীদের কুয়েত প্রবেশে সুযোগ করে দিচ্ছে।
এদিকে রোববার স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস সিভিল এভিয়েশনের মহাপরিচালক এর বরাত দিয়ে জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞাকৃত দেশের ৪ ক্যাটাগরির প্রবাসীরা কুয়েত প্রবেশ করতে পারবেন, যথাক্রমে- কূটনৈতিক মিশনের কূটনীতিক, সরকারী স্বাস্থ্যকর্মীরা, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা, গৃহকর্মী (পরিচারিকা ও ড্রাইভার) এবং ওইসব পেশায় নিয়োজিত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
?️আ হ জুবেদ