কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় কারাগারে ৩৩জন কারাবন্দী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদের একজনকে ফরওয়ানিয়া হাসপাতালে চিকিৎসা সেবার জন্য পাঠানো হয়েছে।
বাকিদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কারাগারেই রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন যে, পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এতে উদ্বেগের কারণ নেই।
কারাগারের অভ্যন্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় মেডিকেল চেক এবং সোয়াব টেস্ট নেওয়া অব্যাহত রয়েছে।
এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রনালয় স্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তথা করোনাভাইরাস বিস্তার রোধে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
?️আ হ জুবেদ