মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ প্রবাসে কারো মৃত্যু হলে সত্যিই বড় বেদনাদায়ক ও সকলকে মর্মাহত করে কারণ শেষ বিদায়ের বেলায় পাশে নেই আত্মীয় স্বজন পরিবার পরিজন। প্রবাসে শত শারীরিক মানসিক অবস্থা খারাপ নিয়ে মালিক বা কোম্পানির কাজে প্রতিদিন কর্মস্থলে যেতে হয়। শারীরিক অসুস্থতা নিয়ে কর্মস্থলে যাওয়া হলো না এক কুয়েত প্রবাসী বাংলাদেশীর।জানা গেছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঠলতলী ইউপির শেওউরাটিলা গ্রামের মোঃ রুনু মিয়া (৫৭)দীর্ঘ দিন যাবত কুয়েত টেলিভিশন সেন্টারে কাজ করতেন। গত ২১ ডিসেম্বর ২০১৭ সকালে প্রতিদিনের মত কর্মস্থলে বাসযোগে মালিয়া নামক স্হানে পৌছিলে হটাৎ বুকের মধ্যে ব্যথা অনুভব করলে স্হানীয় ফরওয়ানীয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুনু মিয়ার মৃত্যু হয়। নিহত রুনু মিয়া বড়লেখা উপজেলার কাটলতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আঃ রহিম হেনু মিয়ার বড় ভাই ও আঃ মালিক মলিনে পুত্র।এ দিকে নিহত রুনু মিয়ার এলাকার পরিচিত বন্ধুবর কুয়েত প্রবাসী ফয়জুল হক কুটি জানিয়েছেন,নিহতের লাশ বর্তমানে ফরওয়ানীয়া হাসপাতাল মর্গে রয়েছে। লাশ দেশে পাঠনোর জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।