হায়রে প্রবাস জীবন কত কষ্টের শুধু ভোক্তভোগীরা জানে।জীবনের শেষ সময় যখন মানুষ না ফেরার দেশে চলে যাবে পার্শ্বে নেই আদরের ছেলে মেয়ে আত্মীয় স্বজন।
এ দিকে গত ১২ এপ্রিল সকালে কুয়েত জিলিব আল সুয়েখের হাসাবিয়া নামক স্হানে সিলেটের জমির (৪৮) প্রতিদিনের মত কোম্পানির কাজে যাওয়ার জন্য রাস্তা পার্শ্বে বসে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ দ্রুত গতিতে একটি মাইক্রোবাস এসে জমিরকে গুরুতর আহত করে। পরে পুলিশ আশংকাজনক অবস্থায় তাকে ফরওয়ানীয়া হাসপাতালে ভর্তি করে।
দীর্ঘ ২৫ দিন পর গত ৪ মে সকালে চিকিৎসাধীন অবস্থায় জমিরের মৃতু হয়। বর্তমানে নিহত জমিরের লাশ ফরওয়ানিয়া হাসপাতাল মর্গে রয়েছে। নিহত জমিরের নিকট আত্মীয় মোস্তফা আহমদ আমাদের এ প্রতিবেদককে ফোন করে জানিয়েছে নিহতের লাশ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের কাজ চলছে।নিহত জমির দীর্ঘ ২৬ বছর যাবত জিটিসি প্রিন্ট নামক একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। নিহতের দেশের বাড়ী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দশউরা গ্রামের বুরহান উদ্দিনের ছেলে।