কুয়েত প্রতিনিধি: বন্যা দূর্যোগে সুনামগঞ্জ জেলার অধিবাসীদের ভোগান্তি রোধকল্পে সরকারী ত্রাণ ব্যবস্থা তরাম্বিত করার লক্ষে এবং সুনামগঞ্জ জেলাকে সরকারীভাবে বন্যাদূর্গত জেলা ঘোষণার দাবিতে কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে সুনামগঞ্জ সমাজকল্যাণ সমিতির উদ্যোগে গতকাল ১২মে ২০১৬ইং রোজ শুক্রবার রাত ৮ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সংগঠনের সভাপতি লেচু মিয়ার সভাপতিত্বে ও অদুধ আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুত্ফুর রহমান লুদাই, বৃহত্তর সিলেট সমবায় সমিতি কুয়েতের সিনিয়র সহ সভাপতি মুরাদ চৌধুরী,বৃহত্তর সিলেট সমবায় সমিতি কুয়েতের সভাপতি ইউনুছ মতিন, বৃহত্তর সিলেট আওয়ামীলীগ কুয়েতের সভাপতি নজরুল ইসলাম, ব্যবসায়ী সৈয়দ মুজাহেদ, আনকার মিয়া, চুনু নাথ, হেলাল আহমেদ, আবুল বাশার, মানিক মিয়া এস, আই ফয়সাল আহমেদ, প্রমুখ।
উক্ত আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন,কুয়েত আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ মাওলা, ইকবাল আহমেদ, সৈয়দ শাহজান, সৈয়দ নুর আহমেদ, আকরাম উদ্দিন, হুসেন আহমেদ, হাফিজ আহমেদ, ছালিক তালুকদার, আব্দুল মজিদ, প্রদীপ সুত্রদর, হেলাল আহমেদ, এস, আই ফয়সাল আহমেদ, অগ্রদৃষ্টি অনলাইন মিডিয়া গ্রুপের সম্পাদক আ,হ জুবেদ, শাহ জামাল ফারুক, আওয়ামী নেতা সামছুল ইসলাম প্রমুখ।
এদিকে আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সাইফুল ইসলাম।
আলোচনা সভায় নেতৃবৃন্দরা বক্তব্য প্রদানকালে বলেন, সুনামগঞ্জ জেলা বৃহত্তর সিলেট বিভাগেই শুধু নয়;মূলত গোটা বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা।
যে জেলার কৃষি ও মৎস্য উৎপাদন দেশের প্রায় সিংহভাগ চাহিদা পূরণ করতে সক্ষম এবং যদি দেখার হাওর নামক হাওরে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া ধান উৎপাদন হয়; তাহলে গোটা দেশের একদিনের খাদ্যের চাহিদা পূরণ করতে সক্ষম বলে নেতৃবৃন্দরা উল্লেখ করেন।
তবে আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের কাছে এক সময়পোযগী দাবি উত্তাপন করতে গিয়ে বলেন,
সম্প্রতি বন্যা দূর্যোগে সুনামগঞ্জ জেলার অধিবাসীরা সীমাহীন ভোগান্তি শিকার।
অতএব, এই পরিস্থিতিতে এই জেলার মানুষের আশানুরূপ ভাগ্যন্নয়নের জন্য জেলাটিকে সরকারীভাবে বন্যাদূর্গত জেলা হিসেবে ঘোষণার পাশাপাশি বর্তমান সরকার কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দাবি জানানো হয়।