মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি: চট্রগ্রামের ঐতিহ্যবাহী মিরসরাই উপজেলার দুই কৃতি সন্তান রাজপথের লড়াকু মুক্তিযোদ্ধের স্বপক্ষের সৈনিক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন ও সাবেক পৌর সভার প্যানেল চেয়ারম্যান যুবনেতা ইমাম হোসেনকে সংবর্ধনা দিয়েছে মিরসরাই বাসী কুয়েত।
গত ১২ মে রাতে মিরসরাই বাসী কুয়েতের উদ্যোগে কুয়েতস্হ জিলিব আল সুয়েখের হাসাবিয়া শাহ আমানত হোটেলে বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযুদ্ধা তাজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও যুবনেতা রাশেদ চৌধুরীর সাবলীল পরিচালনায় জমকালো এই মিরসরাইবাসীর মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটির সাধারন সম্পাদক বিশিষ্ট সংগঠক ফয়েজ কামাল। বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধা রেদােয়ানুল হক, বিশিষ্ট সংগঠক সাবেক ছাত্রনেতা এস এম আব্দুল আহাদ, বীর মুক্তিযুদ্ধা আহমেদুর রহমান মাসুম, বাংলাদেশ দূতাবাসের পক্ষে আনোয়ার শাহাদাত, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ নজরুল, বিশিষ্ট ব্যবসায়ী আমান উদ্দীনসহ কুয়েত বসবাসকারী চট্রগ্রামের বিশিষ্ট ব্যক্তি বর্গ।
অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলের তুড়া দিয়ে ব্যাপক সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত আলহাজ্ব গিয়াস উদ্দীন বলেন, প্রবাসীরা দেশের প্রান ও অর্থনীতি দেশ ঘটনে তাদের ভুমিকা কেউ অস্বীকার করতে পারবেনা। তিনি প্রবাসী বাংলাদেশীসহ চট্রগ্রামের কুয়েত প্রবাসী সকলকে ধন্যবাদ জানান। দেশের সম্মান অক্ষুন্ন রেখে সবাইকে এক সাথে চলার আহবান করেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই