নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্যেদিয়ে পালিত হয় উপমহাদেশের প্রখ্যাত বাউল সম্রাট শাহ আব্দুল করিম’র ১০০তম জন্ম বার্ষিকী।
গতকাল ১৯শে ফেব্রুয়ারী ২০১৬ইং রোজ শুক্রবার সন্ধ্যায় কুয়েতের আব্বাসিয়া এলাকার কো-অপারেটিভ সোসাইটির সম্মুখস্থ এক মিলনায়তনে শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েতের উদ্যোগে প্রয়াত বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম’র ১০০তম জন্ম বার্ষিকী উপলক্ষে জন্ম মহোৎসব অনুষ্টিত হয়।
সুমন দাস, আবুল হাসেম এনাম, মোহাম্মদ খছরু আহমেদ এর যৌথ প্রাণবন্ত সঞ্চালনায় ও মো: সেনু, সভাপতি শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদ এর সভাপতিত্বে, প্রধান অতিথির আসন অলংকৃত করেন এস,এম মাহবুবুল আলম (চার্জ দি এফেয়ার্স বাংলাদেশ দূতাবাস)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুল লতিফ খান কাউন্সিলার (শ্রম) বাংলাদেশ দূতাবাস কুয়েত,
লুৎফুর রহমান মুখাই আলী, জাহাঙ্গীর আলম পাটুয়ারী, শেখ আকরামুজ্জামান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের উপদেষ্টামন্ডলীর সদস্য হাজী জুবায়ের আহমেদ, আবুল হাসেম এনাম, মাহমুদ আলী, মিহির কান্তি পাল,কবি এম.এ মালিক,লুত্ফুর রহমান লুদাই মিয়া, সহ সভাপতি সুলেমান আহমেদ।
এম ফয়সাল,এস.আই ফয়সাল,ইউনুচ মতিন,মুরাদ চৌধুরী, আসাদ উদ্দিন হাসান,হেলাল আহমেদ,এম.ডি সেলিম,নিজামুর রহমান (টিপু), ফজলুল হোক কুটি,সেলিম আহমেদ, রাশেদ মোশাররফ পাঠান,আব্দুল আহাদ,শামিম আহমেদ,জিবলু আহমেদ,মিজানুর রহমান প্রমুখ।
এদিকে গতকাল ১৯শে ফেব্রুয়ারী ২০১৬ইং রোজ শুক্রবার সন্ধ্যায় প্রয়াত বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম’র ১০০তম জন্ম বার্ষিকী উপলক্ষে জন্ম মহোৎসব স্থল হাজারো মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।