গত ৩০শে জানুয়ারি ২০১৭ইং রোজ সোমবার রাত ১০টায় কুয়েত সিটিস্থ প্যারাগণ হোটেলে সংবর্ধিত হলেন সিলেট ৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ।
বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্যবৃন্দের কুয়েত আগমন উপলক্ষে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও কুয়েতের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার পাশাপাশি কুয়েতে বৃহত্তর সিলেট প্রবাসীদের উদ্যোগে সিলেট ৩ আসনের এমপি,সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ও শেখ রাসেল স্মৃতি পরিষদের সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীকে গণ সম্বর্ধনা দেয়া হয়।
গণ সম্বর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে, হুসেন মুরাদ চৌধুরী ও আখলাকুল আম্বিয়ার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ আকবর হুসেন, ব্রিগেডিয়ার মোঃ সেলিম চৌধুরী, আজাদ মিয়া মেম্বার, বিশিষ্ট সংগঠক আব্দুল আলিম, জালালাবাদ এ্যাসোসিয়েশন কুয়েত’র সভাপতি মোঃ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক আবুল হাসেম এনাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মিঠুন সেলিম, জাতীয় পার্টি কুয়েত শাখার সভাপতি হাজী মাহমুদ আলী, কবি আব্দুল মালিক,বিশিষ্ট সংগঠক রেজু মিয়া, সাংস্কৃতিক সংগঠক মিহির কান্তি পাল, রাজনৈতিক সংগঠক নজরুল ইসলাম, আনকার মিয়া, রায়হান আহমেদ পোস্ট মাস্টার, ব্যবসায়ী সিরাজ মিয়া প্রমুখ।
এসময় সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক সংগঠক আশরাক আলী ফেরদৌস।
এছাড়াও বক্তব্য রাখেন, জালালাবাদ এ্যাসোসিয়েশন কুয়েত’র সাধারণ সম্পাদক ময়নুল আল-ইসলাম, উদীয়মান তরুণ সংগঠক এস,এম,আব্দুল আহাদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠক মিজানুর রহমান, রাজনৈতিক ও সামাজিক সংগঠক ফয়েজুর রহমান,মুরাদ চৌধুরী, রাজনৈতিক সংগঠক সালাউদ্দিন প্রমুখ।
কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক, সিলেট ফেন্সুগঞ্জের কৃতি সন্তান মিঠুন সেলিমের ডাকে সাড়া দিয়ে ও বিশিষ্ট সংগঠক আবুল হাসেম এনাম, ইউনুছ মতিন ও বৃহত্তর সিলেট আওয়ামীলীগ কুয়েত’র সভাপতি মুরাদ চৌধুরীর সহ অনেকের উদ্যোগে কুয়েতে বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের ঐক্য প্রচেষ্টায় আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে কুয়েত প্রবাসী সর্বস্থরের সিলেটীদের ভালোবাসায় সিক্ত হলেন সংবর্ধিত অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
এসময় সংবর্ধিত এই অতিথি বলেন, আমি আজ আপনাদের সামনে উপস্থিত হতে পেরে, নিশ্চয় বিদেশে বাংলাদেশের ছুঁয়া অনুভব করছি।
একথা অনিস্বীকার্য যে, আপনারা প্রবাস থেকে রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে এক অনন্য অবদান রেখে চলেছেন।
প্রধান অতিথি আরো বলেন, কুয়েতে সার্বিক ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীরা আগের যেকোনো সময়ের চেয়ে এখন খুবই ভালো অবস্থানে আছেন, আমাদের আশা , দৃঢ় বিশ্বাস এবং প্রত্যাশা আপনাদের এই ভালো থাকা যেনো সবসময় অব্যাহত থাকে, বক্তব্যের এক পর্যায়ে প্রধান অতিথি একথা যোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপিকে বৃহত্তর সিলেট প্রবাসীদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও ক্রেস্ট প্রদান করা হয়।
একপর্যায়ে নৈশভোজের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি হয়।