আ,হ জুবেদঃ বাংলাভিশন টেলিভিশনের বার্তা প্রধান শেখ মোস্তফা ফিরোজ সম্প্রতি কুয়েতে আগমন উপলক্ষে তাকে কুয়েতের বিভিন্ন সংগঠন সংবর্ধিত করার পাশাপাশি বিশেষ সম্মাননা ক্রেস্ট সহ বহু উপহার সামগ্রী প্রদান করেছে।
এরই ধারাবাহিকতায় গত ২৭শে মার্চ ২০১৬ইং রোজ রোববার রাত ৯ঘটিকায় কুয়েতের ফরওয়ানিয়াস্থ পাঁচতারা হোটেল ক্রাউন প্লাজার হল রুমে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের উদ্যোগে মোস্তফা ফিরোজের সম্মানে নৈশভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি মোখাই আলী লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আলী খাঁন,সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, আতাউল গনি মামুন ও সাইদ আলী রেজু, সহকারী সাধারণ সম্পাদক আকবর মিয়া, মোহাম্মদ ইমাদুল ইসলাম, মোশাইদ আলম,জাফর আহমেদ, সুহেল আহমেদ, বাচ্ছু আহমেদ সহ ৩৪ সদস্য বিশিষ্ট কমিটির প্রায় সংখ্যাধিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজনীতিবিদ শেখ আকরামুজ্জামান, রাজনীতিবিদ ও সাংবাদিক আব্দুর রউফ মাওলা, ব্যবসায়ী এস,আই ফয়সাল প্রমুখ।এদিকে আলোচনার একপর্যায়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি মোখাই আলী লুৎফর রহমান বিবিসি গঠন প্রসঙ্গে বলেন, সম্পূর্ণ বৈধ,স্বচ্ছ তথা কুয়েত ও বাংলাদেশ সরকার অনুমোদনকৃত তথা সদ্য বিদায়ী কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি পিএসসি (অ.) এর উপস্থিতিতে গঠিত বিবিসিকে কোনো ভাবেই প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। কারণ আপনারা জানেন কুয়েতে বিজনেস কাউন্সিল গঠন করতে গিয়ে শত বাধাবিঘ্ন পেরিয়ে এবং একটা পর্যায়ে এসে সীমাহীন নিয়ম, শৃঙ্খলা যথাযথভাবে মেনে আর পাহাড় সম প্রমাণাদি উপস্থাপন করার পর’ই শুধুমাত্র সম্ভব হয়েছে এই সংগঠনটির পুর্ণাঙ্গ মুখ দেখা।
আতাউল গনি মামুন অতিথি মোস্তফা ফিরোজের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি বাংলাভিশনের বার্তা প্রধান ও একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং আপনার পরিচালনায় বাংলাভিশনে প্রবাসের মুখ অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে।
অতএব, আমাদের অনুরোধ থাকবে আপনি আমাদের এই সংগঠনের ব্যাপারে অন্তত সত্যটুকু তুলে ধরবেন।
এবং বর্তমানে প্রবাসীদের সুখদুঃখ দেখে যাচ্ছেন, আশাকরি এনিয়ে একটি যুগোপযোগী প্রতিবেদন তথা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুলো নিয়ে আপনার অনুষ্ঠানে কথোপকথন করলে; নিশ্চয় এটি সরকারের দৃষ্টিগোচর হবে।
রাজনীতিবিদ ও সাংবাদিক আব্দুর রউফ মাওলা বলেন,কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বন্ধ থাকার ফলে কুয়েত থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো আগের তুলনায় বহুয়াংশ কমে গেছে।
যদিও এখন কুয়েতে বাংলাদেশী শ্রমিক রপ্তানি অব্যাহত আছে; কিন্তু এটিকে পুরোপুরি উন্মুক্ত বলা যাবেনা। কেননা বর্তমানে যেসব ভিসা ইস্যু হচ্ছে; মূলত সেগুলো বিরাট অংকের অর্থ প্রদান করে বিশেষ অনুমোদন নিয়ে একসময় ভিসা পেতে হচ্ছে। অর্থাৎ কুয়েতে বাংলাদেশী শ্রমিক আসতে হলে এখন গুণতে হচ্ছে বিরাট অংকের টাকা।
আব্দুর রউফ মাওলা মোস্তফা ফিরোজের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি এবং আমরা সবাই অনুরোধ করবো আপনার প্রবাসীর মুখ অনুষ্ঠানের মাধ্যমে যেনো আমাদের ভিসার ব্যাপার নিয়ে আলাপ-আলোচনা হয়।
আর নারী শ্রমিকদের ক্ষেত্রে হাউজ মেইড ব্যতীত অন্য সেক্টরে নারী শ্রমিক রপ্তানি দেশের জন্য কল্যাণ বয়ে আনবেনা বলে যোগ করেন আব্দুর রউফ মাওলা।