মুজিব বর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়েতের বাংলাদেশ দূতাবাস মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে।
এরই ধারাবাহিকতায় এবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসে ”বঙ্গবন্ধু কর্নার” উদ্বোধন করেছেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আআশিকুজ্জামান।
বুধবার (১৬ই ডিসেম্বর) কুয়েতের বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবসের নানা আয়োজন শেষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ভিত্তিক ছবি, তথ্যচিত্র এবং দলিলাদির প্রদর্শন কেন্দ্র ”বঙ্গবন্ধু কর্নার” উদ্বোধন করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
”বঙ্গবন্ধু কর্নার” উদ্বোধন করে রাষ্ট্রদূত বলেন, এবার মুজিব বর্ষে পঞ্চাশতম বিজয় দিবসে ”বঙ্গবন্ধু কর্নার” উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত গর্ববোধ করছি।
রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু কর্নারে মহান নেতার জীবন সম্বলিত অনেক ছবি ও তথ্য আছে, যা বিশ্ব দরবারে আমাদের এই মহান নেতাকে পরিচয় করিয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে।
এছাড়াও প্রবাসীরা এখানে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন সম্পর্কে গভীরভাবে জানতে পারবে।
৭ই মার্চের ঐতিহাসিক ভাষণসহ বাংলাদেশের ইতিহাস যাতে সহজে জানা সম্ভব হয়, সেজন্য ডিজিটাল পদ্ধতিতে এদিকটি আরো সহজতর করা হবে বলেও জানান রাষ্ট্রদূত।
এসময় উপস্থিত ছিলেন, দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারাসহ কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা।
-আ হ জুবেদ