আল-আমিন রানা,বিশেষ প্রতিনিধি:: বিপুল উৎসাহ উদ্দীপনায় কুয়েতে আল-তোয়েক কোম্পানীর শ্রমিক কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় কোম্পানীর শ্রমিক হলে ২৬ শে নভেম্বর ২০১৫ বৃহস্পতিবার রাতে। এতে প্রধান অতিথি ছিলেন আল-তোয়েক কোম্পানীর অপারেশন ম্যাজার মোজাম্মেল হক তারেক। প্রকৌশলী আবু সাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান উদ্যেক্তা মাহবুবুল আলম সহ উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানাজার মোঃ মোস্তফা,নুরুল হক,কোম্পানীর সিনিয়র সুপার ভাইজার নজরুল,জহির,বিল্লাল, মাহবুব, মোরশেদ,শেখ সাদি,অফিস স্টাপ সিরাজ,মনির প্রমুখ।
অনুষ্ঠানে দেশাত্মবোধক,আধুনিক,ও ব্যন্ড গান পরিবেশন করেন কোম্পানীর শিল্পিবৃন্দদের মধ্যে শাহাদাত,সুমন,মুরাদ,ফয়েজসহ আরো অনেকে। কোম্পানীর শিল্পীবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি উপভোগ করতে কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য কুয়েত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায় অনুষ্ঠানস্থলটি।
আল-তোয়েক কোম্পানীর শ্রমিকরা বলেন, প্রবাসের মাটিতে বাংলার সংস্কৃতিকে ধরে রাখতে কোম্পানীর অপারেশন ম্যানাজার মোজাম্মেল হক তারেক প্রায়শই এমন মনমাতানো মন মুগ্ধকর বিনোদনমূলক অনুষ্টানের আয়োজন করে থাকেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ভাবে সহযোগিতা করেন-সাইফুল,সুমন, ফয়সাল,জয়নাল,সেলিম,কাদের, ওসমানসহ আরো বিভিন্ন কোম্পানীর শ্রমিকবৃন্দ।