আজ কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সংগঠনটির সহ সভাপতি সদ্য মৃত্যুবরণকারী শাহাদত হুসেনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী জুবের আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মনসুর আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকবর হুসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এ্যাসোসিয়েশন কুয়েত’র সভাপতি মামুন আহমেদ, বিশিষ্ট সংগঠক আব্দুল আলিম, আজাদ মিয়া মেম্বার, সংগঠক জয়নাল আহমেদ,সংগঠক এস,এম, আব্দুল আহাদ, বৃহত্তর সিলেট আওয়ামীলীগ কুয়েত’র সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, ব্যবসায়ী সৌকত আহমেদ, ময়নুল ইসলাম,সংগঠক হুসেন মুরাদ চৌধুরী, ইউনুছ মতিন,ক্রীড়া সম্পাদক আকবর মিয়া, নবজাগরণ স্পোর্টিং ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ফয়জুল হক কুটি, অগ্রদৃষ্টির প্রধান সম্পাদক আ,হ,জুবেদ প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ময়নুল আল-ইসলাম, হাজী জুবের আহমেদ, সুলেমান মিয়া ও প্রধান অতিথি মোঃ আকবর হুসেন।
অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দরা বলেন, সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েতের সদ্য মৃত্যুবরণকারী সহ সভাপতি শাহাদত হুসেন একজন ক্রীড়া প্রেমী, বিনয়ী, নম্র ও ভদ্র লোক ছিলেন।
তার এই অকাল মৃত্যুতে সগঠনটি হারালো যেমন একজন ভালো ক্রীড়া প্রেমী সহযোগী; ঠিক তেমনই সহপাঠীরা হারালেন একজন ভালো ভাই ও বন্ধু।
নেতৃবৃন্দরা বলেন, যদিও মৃত্যু মানুষের অনিবার্য; কিন্তু এরকম আকস্মিক মৃত্যু সত্যি বেদনাদায়ক ও মর্মান্তিক।
বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দরা শাহাদত হুসেনের রূহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।
বক্তব্যে শেষে মরহুম শাহাদত হুসেনের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা মোঃ মিজান শেখ।
সবশেষে মধ্যাহ্নভোজের মধ্যে দিয়ে উপরোক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।