কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ১২ সপ্তাহ আগে যারা করোনার অ্যাস্ট্রাজেনিকা-অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। তাদেরকে দ্বিতীয় ডোজ পাওয়ার জন্য এই সপ্তাহে মোবাইলে বার্তা প্রেরণ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এ খবরটি আল-জারিদা দৈনিক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।
ওই সূত্র আরো জানায় যে, অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ মিশ্রেফের প্রদর্শনী মাঠে, নির্দিষ্ট কিছু স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ও কুয়েত ভ্যাকসিনেশন সেন্টারে দেওয়া হবে।
এছাড়াও জানাগেছে, এমিরেটস এয়ারলাইন্সে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে ফাইজার-বায়নটেক ভ্যাকসিনের ১৫ তম চালান রবিবার পৌঁছানোর কথা রয়েছে।
উক্ত চালানটি অবিলম্বে কুয়েত ভ্যাকসিনেশন সেন্টারে স্থানান্তরিত করা হবে।
পর্যায়ক্রমে যারা টিকা প্ল্যাটফর্মে নিবন্ধন করেছেন তাদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে।
?️আ হ জুবেদ