আ,হ,জুবেদঃ অনেকের নিজ ঘরে অতিথি আপ্যায়নের সাধ্য থাকলেও আনুষ্ঠানিকতায় রয়েছে তাঁদের ব্যর্থতা, কিন্তু কুয়েত প্রবাসী চা-আপ্যায়ক মোহাম্মদ আশরাফ শুধু নিজ ঘরেই নয়; ঘরের বাহিরেও অতিথি আপ্যায়নে সফল, রেখেছেন তিনি অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত।
একেবারেই নিঃস্বার্থে নিজ ঘরে তৈরিকৃত চা, পিঠা কুয়েতের বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে
অতিথি আপ্যায়নে সাড়াজাগানো কুয়েত প্রবাসী চা-আপ্যায়ক মোহাম্মদ আশরাফের প্রশংসা এখন কুয়েত প্রবাসী বাংলাদেশীদের মুখে মুখে।
মোহাম্মদ আশরাফ একজন কুয়েত প্রবাসীর নাম, স্ত্রী ও ৫ ছেলে নিয়ে আশরাফ কুয়েতের জাবরিয়া এলাকায় দুই যুগেরও বেশি সময় ধরে বসবাস করছেন।
মোহাম্মদ আশরাফের দেশের বাড়ি রংপুর অঞ্চলের কুড়িগ্রাম জেলা, ভূরুঙ্গামারী থানার শিলিগুড়ি ইউনিয়নে।
কুয়েত প্রবাসী মোহাম্মদ আশরাফের ভালোলাগে চা,পিঠা খাওয়ানো, আর এই ভালোলাগা শুধু নিজ ঘরে আসা অতিথিদের খাওয়ানো পর্যন্তই নয়, চা-আপ্যায়ক আশরাফ শত ব্যস্ততার কর্মজীবনে ছুটির দিনটিতে কুয়েতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে প্রতিটি অনুষ্ঠান ছাড়াও কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানে নিজ খরচে চা,পিঠা খাওয়ানোকে নিজের ভালো লাগার কথা বলে জানান।
আশরাফ বলেন, আমি কুয়েতের সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, দূতাবাসের অনুষ্ঠান সহ প্রতিটি অনুষ্ঠানে নিজ খরচে চা ও নানা রকমের পিঠা খাওয়াতে পারলে এক ধরনের আত্মতৃপ্তি পাই।
তিনি বলেন, যদি আমি মানুষকে খাওয়াতে পারি, মানুষের সঙ্গে ভালোভাবে চলতে পারি তাহলে মানুষ আমার জন্য দোয়া করবে।
কুয়েতের প্রায় তিন লক্ষ প্রবাসীদের নিয়ে সুন্দর একটি প্রবাসী জীবনের স্বপ্ন দেখেন কুয়েতের এই চা-আপ্যায়ক মোহাম্মদ আশরাফ।
একজন চা আপ্যায়ক আশরাফ প্রবাসে শত ব্যস্ততায় সময় কাটালেও, কুয়েত প্রবাসী বাংলাদেশীদের আপ্যায়নে অবর্ণনীয় আনন্দিত হন, তিনি এটিকে প্রবাসী সেবা হিসেবেও মনে করেন।