নিজস্ব প্রতিবেদকঃ কুয়েতে গাউসিয়া কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উদ্যাপিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার গাউসিয়া কমিটির মার্কাজে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি এস এম আমির হোসেন আলকাদেরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল হক সাইদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা এস এম জুবায়ের আলকাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ হোসেন আলকাদেরী,মাওলানা মহিউদ্দীন আলকাদেরী।
বক্তব্য রাখেন, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন কুয়েতের সভাপতি কাজী আমজাদ হুসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম উদ্দিন ও মোহাম্মদ জয়নাল।
নাতে রাসুল পরিবেশন করেন, মুকতার আহমেদ।
বক্তারা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, গোটা মানবজাতির সুদীর্ঘ প্রতীক্ষার পরই সৃষ্টির সর্বশেষ, সর্বাধিক সম্মানিত এবং সব নবী-রাসূলের সর্দার পৃথিবীতে শান্তির বাণী নিয়ে আগমন করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) কোনো একটি বিশেষ দল বা সমপ্রদায়ভুক্ত নবী ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বিশ্বের মানুষের জন্য বিশ্বনবী। কারণ তাঁর পরে দুনিয়াতে আর কোনো নবীর আবির্ভাব হবে না।
পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।