নিজস্ব প্রতিবেদকঃ সমাজে জুয়া খেলা অনেকটাই সমাজ স্বীকৃত বদভ্যাস, যদিও একথাটি সমাজে কমবেশি সবাই জানে, কিন্তু এই বদভ্যাস থেকে আমাদের সমাজের একাংশ মানুষ কোনো ভাবেই বেড়িয়ে আসতে পারছেনা।
স্বদেশ কিংবা বিদেশ যেখানেই বলেন, যাদের চরিত্রে বদভ্যাস রয়েছে তারা পৃথিবীর যেখানে’ই যাবে; সেখানেই তাদের বদভ্যাস এর দিক গুলো পরিলক্ষিত হবে।
কুয়েতে নানান রকম জুয়া খেলা রয়েছে; এতে কিছুয়াংশ বাংলাদেশীরা জড়িয়ে পরে সর্বস্বহারা হয়ে পরেছে বলে এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
যেসব জুয়া খেলায় জড়িয়ে পরে কিছুয়াংশ বাংলাদেশীরা প্রায় নিঃস্ব হতে চলেছে তন্মদ্ধ্যে উল্লেখ যোগ্য জুয়া খেলা হলো, থ্যাইলেন্ডি/মুটকা ও নামে মাত্র ক্যারাম বোর্ড খেলা কিন্তু সেখানে অহরহ চলছে রমরমা জুয়ার আসর।
তেমন’ই কুয়েতের বাঙ্গালী অধ্যুষিত হাসাবিয়া নামক এলাকায় (চিপা গলিতে,৩নং গাতায়) সরজমিনে গিয়ে দেখা যায়, বহু সংখ্যক বাংলাদেশী এক রেস্টুরেন্টের সামনে জটলা হয়ে দাঁড়িয়ে বিরামহীন ভাবে ক্যারাম বোর্ড খেলায় মহা ব্যস্ত।
পাশে দাঁড়িয়ে থাকা একজন প্রবাসী বাংলাদেশী নাম ফয়জুল হক কুটিকে ক্যারাম বোর্ড খেলা সম্পর্কে জানতে চাইলে তিনি অগ্রদৃষ্টিকে বলেন, এইসব ক্যারাম বোর্ড খেলা শুধু এখানেই নয়, মূলত হাসাবিয়া এলাকার প্রায় সর্বত্রে রেস্টুরেন্ট কিংবা বাকালার (মুদি দোকানের) সম্মুখে হচ্ছে।
আর এইসব খেলার আড়ালে চলছে রমরমা জুয়ার আসর।
তিনি আরো বলেন, এখানে বেকার, কর্মহীন ও বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত প্রবাসী বাংলাদেশীদের আনাগোনা সবচেয়ে বেশি হয়ে থাকে।