আ,হ জুবেদ:: কুয়েতে গ্রুপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি সাধারণ শ্রমিকদের টাকা হাতিয়ে নিয়ে কোম্পানির কর্মচারীরা উদাও।
তেল সম্পদে সমৃদ্ধশালী দেশ কুয়েতে প্রায় ৩ মিলিয়ন বিভিন্ন দেশের প্রবাসীরা রয়েছেন। দেশটিতে কর্মসংস্থানের জন্য বর্তমানে কোনো দেশের নাগরিককেই খুবেকটা সমস্যা পোহাতে হচ্ছেনা।
তবুও বিভিন্ন দেশের প্রবাসীরা এক জায়গায় কাজ ছেড়ে অন্য জায়গায় একটু বেশি বেতন উপার্জনের আশায় কাজ খুঁজে বেড়ান নিত্যদিন।
যেমন অনেক প্রবাসীরা বন্ধু , সহপার্টিদের কিংবা সহকর্মীদের বলে রাখেন নতুন একটি কাজের সন্ধান পেলে আমাকে জানিও; আবার কেউবা শ্রমিক নিয়োগ, আবশ্যক বিজ্ঞপ্তি দেখে অনেক কোম্পানিতে ধর্ণা দিয়ে থাকেন।
তেমন’ই একটি কোম্পানির সন্ধান পাওয়া গেছে কুয়েতের মান্গাফ এলাকায়, কোম্পানির নাম গ্রুপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, যে কোম্পানিটি বিভিন্ন পত্রিকায় আকর্ষণীয় বিজ্ঞপ্তির মাধ্যমে কাজ পাইয়ে দেয়ার শত ভাগ নিশ্চয়তা দিয়ে আসছিল।
ফলে শত শত প্রবাসী বাংলাদেশী, ইন্ডিয়ান সহ বিভিন্ন দেশের শ্রমিকরা ধর্ণা দেয় সেই কোম্পানিতে মোটা অংকের বেতনে একটি কর্মসংস্থানের জন্য।
এদিকে উক্ত কোম্পানিতে যাওয়ার পর সেই কোম্পানির নীতিমালা অনুযায়ী তাদের নির্দিষ্ট একটি ফর্ম ফিলাপ করে কোম্পানিটিকে কুয়েতি ২০ দিনার পরিশোধ করতে হতো।
পর্যায়ক্রমে একসময় একে একে প্রায় কয়েক হাজার প্রবসীরা সেই কোম্পানিতে কুয়েতি ২০ দিনার পরিশোধ করে কর্মসংস্থানের জন্য অপেক্ষা করতে থাকেন।
কিন্তু আকস্মিক অদ্য কয়েক দিন ধরে সেই কোম্পানিটির অফিসে গিয়ে দেখা যায় গ্রুপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল নামের কোম্পানিটির অফিসে তালা ঝুলছে।
এমতাবস্থায় ভুক্তভোগী প্রবাসীদের আর বুঝতে বাকি রইলোনা যে, তারা প্রতারিত হয়েছেন এবং নিশ্চয় তাদের টাকা হাতিয়ে নিয়ে কোম্পানির কর্মচারীরা পালিয়েছে।