আ হ জুবেদঃ কুয়েতে বাংলাদেশী অধ্যুষিত জিলিব আল-সুয়েখ এলাকার একটি ঘর থেকে প্রবাসী বাংলাদেশী দুই মহিলার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির স্থানীয় প্রশাসন।
স্থানীয় ইংরেজী দৈনিক আরব টাইমস এ খবরটি জানায়।
স্থানীয় দৈনিকের খবরে আরো জানাগেছে, দেশটির নিরাপত্তা বিভাগের কর্তৃপক্ষ দল নৃশংস খুনের এ খবর শুনে ঘটনাস্থলে গেলে একটি বিল্ডিং এর নিচতলায় পড়ে থাকতে দেখেন ওই দুই মহিলার রক্তাক্ত মরদেহ।
পরে নিরাপত্তা বিভাগের কর্তৃপক্ষরা নিহতদের মরদেহ শনাক্ত করে নিশ্চিত হয়েছেন, ওই দুই মহিলা একই পরিবারের মা ও মেয়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানাগেছে নিহত মা-মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।