মে মাসের দ্বিতীয় সপ্তাহে করোনা পরিস্থিতির খানিকটা উন্নতি নিয়ে বেশ আশাবাদী কুয়েতের নীতিনির্ধারকরা।
দেশটির সরকারি এক সূত্রের উদ্ধৃতি দিয়ে আরব টাইমস জানায়, যদি মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগামী দুই সপ্তাহে কম পরিলক্ষিত হয়, তবে ঈদুল ফিতরের সময়ে আংশিক কারফিউ তুলে নেওয়া হতে পারে।
অন্যদিকে স্থানীয় নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পহেলা জুলাই থেকে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর খোলে দেওয়ার ইঙ্গিতও দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি হিসাবে তালিকাভুক্ত বাংলাদেশ সহ অনেক দেশ থেকে নাগরিকদের ফিরে আসার জন্য সরাসরি বিমানগুলি ফের চালু করার ব্যাপারে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে সরকারি এক সূত্র।
উল্লেখ্য, কুয়েতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় দেশটিতে আবারো কড়া বিধিনিয়ম চালু করা হয়েছে।
বর্তমানে দেশটিতে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৫টা পর্যন্ত, ১০ ঘন্টার কারফিউ চলছে।
কুয়েতে এপর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৫৪০৪ জন। মোট সুস্থতা লাভ করেছেন ২৪৮৬৩৩ জন এবং করোনায় এ পর্যন্ত মারা গেছেন মোট ১৫১১ জন।
?️আ হ জুবেদ