মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে একের পর এক শ্রমিক অসন্তোষ দিন দিন বেড়ে চলছে। বিভিন্ন দাবিতে শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করতে জেল জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে।
তার পরও কুয়েতের শ্রমিকরা দাবি আদায়ে পিছপা হয়নি।
আজ ২ জুলাই ২০১৭ইং রোববার সকাল থেকে কুয়েত আল আহলিয়া কোম্পানির প্রায় দুই হাজার শ্রমিক বিভিন্ন দাবিতে দেশটির জিলিব আল সুয়েখ- হাসাবিয়া নামক এলাকায় কোম্পানির ব্যারাকের সামনে কর্ম বিরতি পালন করেছে বলে জানা গেছে।
এদিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানাগেছে, কোম্পানির সহযোগীতায় ৮ আন্দোলন কারী শ্রমিককে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে।
ভুক্তভোগী আন্দোলন কারী শ্রমিকরা জানিয়েছেন দীর্ঘ ৩ মাস ধরে কোম্পানি তাদের বেতন পরিশোধ করছেনা, এতে শ্রমিকরা চরম মানবেতর জীবনযাপন করছেন।
অন্যদিকে নিয়মিত ছুটির জন্য গড়িমসি ও অনেকে দেশে একেবারে চলে যাবার জন্য আবেদন করেছেন তাদেরকে কোম্পানির তরফ থেকে দিনের পর দিন মাসের পর মাস কোম্পানির অফিসে ধর্ণা দিতে হচ্ছে। এমনকি কোম্পানির অফিসে গেলে শ্রমিকদের সাথে অমানবিক আচরণ, বেতন ও বিভিন্ন ন্যায্য দাবির কথা বললে হুমকি-ধামকি সহ বিভিন্ন কথা বলা হয়। এ ব্যাপারে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস,এম আবুল কালামের সাথে টেলিফোনে এ বিষয়ে জানতে চাওয়া হলে আমাদের এ প্রতিবেদককে জানিয়েছেন, আমরা এ বিষয়ে অবগত হয়েছি ও আমাদের দূতাবাসের পক্ষ থেকে কোম্পানির বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হয়েছে দ্রুত সমস্যার সমাধান হবে।
বেশ কিছু আন্দোলন কারী শ্রমিককে পুলিশ গ্রেফতার করেছে এ বিষয়ে জানতে চাওয়া হলে রাষ্ট্রদূত জানান,এ বিষয় আমাদের কাছে কোন অভিযোগ আসেনি তবে শ্রমিকদের পুলিশ আটক করলে আমরা তাদের মুক্ত করতে চেষ্টা করব।