আ হ জুবেদ: বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েতেও উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।
আনন্দ-উৎসব এবং বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দেশটিতে বসবাসরত ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশীসহ বিভিন্ন দেশের প্রায় সাড়ে ৭ লক্ষ অভিবাসী খ্রিস্টান সম্প্রদায় পালন করেছে বিশেষ এ দিনটি।
বড়দিন উপলক্ষে কুয়েত সিটিতে অবস্থিত মালিয়া গির্জাসহ বেশ কয়েকটি এলাকার গির্জায় খ্রিস্টান ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন।
কুয়েতে বসবাসরত বাংলাদেশী খ্রিস্টান ধর্মানুসারীরা বড়দিনের উৎসব উপলক্ষে বেঙ্গলী কোর্ গ্রুপ,কুয়েত এর উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি অতুল আই গুমেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিল্টন জে পালমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, আধ্যাত্বিক পরিচালক ফাদার জনসন।
বক্তব্য রাখেন, রতন রোজারিও, রিচার্ড রোজারিও, সুরেন রোজারিও সহ অনেকে।
বক্তব্য দিতে গিয়ে খ্রিস্টান ধর্মানুসারী নেতারা জানান, বড়দিনের ধর্মীয় উৎসব কুয়েতে এবার অন্যান্য বছরের চেয়ে ভিন্নমাত্রায় এবং আরও জাঁকজমকপূর্ণভাবে উদযাপন হচ্ছে।
বিদেশে শত প্রতিকূলতার মাঝেও সাত দিনের এই আয়োজন সফলভাবেই সম্পন্ন হচ্ছে।
ইসলাম ধর্ম প্রধান কুয়েতে অধিকাংশ নাগরিক মুসলিম। দেশটিতে সংখ্যালঘু খৃষ্টান সম্প্রদায়ের স্থানীয় নাগরিক প্রায় ৪০০ জন।বড়দিন উপলক্ষে মালিয়া গির্জায় এসম্প্রদায়ের স্থানীয় নাগরিকদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।