স্টাফ রিপোর্টঃ পূর্ব নির্ধারিত সময় দুদিন বাকি থাকতেই কুয়েত সরকার কর্তৃক ঘোষিত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার সময় দুমাস বৃদ্ধি করেছে দেশটির সরকার।
গত ২৪শে জানুয়ারি ২০১৮ইং অবৈধ অভিবাসীদের জন্য কুয়েত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল, সেসময় ২৯শে জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধ অভিবাসীদের জন্য সময় বেঁধে দিয়েছিল দেশটির সরকার।
আজ ২০শে ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত সময় দুদিন বাকি থাকতেই আগামী ২২শে এপ্রিল পর্যন্ত, দুমাস সাধারণ ক্ষমার সময় বৃদ্ধি করেছে কুয়েত সরকার।
কুয়েতে বিভিন্ন দেশের প্রায় ১ লাখ ৩০ হাজার অবৈধ অভিবাসী রয়েছেন, এর মধ্যে প্রায় ১৫ হাজার বাংলাদেশী অভিবাসী রয়েছেন বলে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে।
গত ২৯শে জানুয়ারি থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার এই সুযোগে বিগত ২৩ দিনে নতুন পাসপোর্ট, আউট পাস ‘টিপি’র সংখ্যা বেশি। এদের মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হতে ইচ্ছুক এমন ১ হাজার পাসপোর্টের আবেদন গ্রহণ করা হয়েছে এবং আউট পাস ‘টিপি’ দেয়া হয়েছে প্রায় সাড়ে ৪হাজার ২০০ জনকে।
উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা এর ঘোষণা ২০১৬ সালে সর্বশেষ দিয়েছিল কুয়েত সরকার।তবে অজ্ঞাত কারণে সেসময় সেই ঘোষণাটি কার্যকর হয়নি। কিন্তু ২০১১ সালে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণায় প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা দেশে গিয়েছিলেন।
বর্তমানে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে আউট পাস নিতে আসছেন ৭.৮.৯ ও ১০ বছর ধরে কুয়েতে অবৈধভাবে বসবাস করছেন এমন বেশ কিছু প্রবাসী বাংলাদেশীরা।