স্টাফ রিপোর্টারঃ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েতেও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।
তবে তাৎক্ষণিকভাবে এতে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কুয়েতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ৯টা ১৮ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল কুয়েতের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৩৩ কিলোমিটার ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকা।
কুয়েতে ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশটির উঁচু ভবনে থাকা প্রবাসীরা তাদের বাসস্থান ত্যাগ করে খুলা আকাশের নিচে চলে আসেন।