আ হ জুবেদঃ আধুনিক কুয়েতের রূপকার সদ্য প্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের স্মরণে দেশটিতে বাংলাদেশ দূতাবাস এক শোক সভার আয়োজন করে।
বৃহস্পতিবার কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হলরুমে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান এনডিসি , এফডাব্লিউ , পিএসসি , জি।
দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাজিদুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ডিফেন্স এটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, কাউন্সেলর (ভিসা-পাসপোর্ট) বিভাগ- জহিরুল ইসলাম খান, সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হুসেন মজুমদার প্রমুখ।
শোক সভায় বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান বলেন , “ বাংলাদেশ সরকার , প্রবাসী বাংলাদেশি এবং নিজের পক্ষ থেকে সদ্য প্রয়াত মহামান্য আমির শেখ সাবাহ আল আহমদ আল – জাবের আল সাবাহ – এর মৃত্যুতে কুয়েতের সরকার ও রাষ্ট্রের জনগণের প্রতি গভীর শােক প্রকাশ করছি ।
স্বাধীনতার পরে আরব দেশগুলি থেকে স্বীকৃতি পেতে সদ্য স্বাধীন বাংলাদেশের পক্ষে প্রয়াত আমির মূখ্য ভূমিকা পালন করেছিলেন। একথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন,
”প্রয়াত আমির শেখ সাবাহ আল – আহমদ আল – জাবের আল সাবাহ আরব বিশ্বে একজন দুর্দান্ত নেতা ও রাজনীতিবিদ ছিলেন।
তিনি আরো বলেন, প্রয়াত মহামান্য আমির ছিলেন সমন্বয়কারী ব্যক্তিত্ব এবং মানবিক ব্যক্তিত্বের জন্য প্রশংসিত। মহান এই নেতার মৃত্যুতে বাংলাদেশের মানুষ কুয়েতের জনগণের সঙ্গে শােক ভাগ করে নিচ্ছে এবং দূতাবাসে আজকের এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
”বাংলাদেশ একজন সত্যিকারের বন্ধুকে হারিয়েছে । বাংলাদেশ ও কুয়েতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করতে সর্বদা তাঁর ’ ( প্রয়াত আমির ) ব্যক্তিগত অবদানকে আমরা সব সময় মূল্য দিবাে ” একথা যোগ করেন, রাষ্ট্রদূত।