নিজস্ব প্রতিবেদকঃ কুয়েত প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস এম আব্দুল আহাদ হত্যাকাণ্ডের পর কুয়েত প্রবাসীরা বিভিন্ন ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে চলেছেন।
এরই ধারাবাহিকতায় কুয়েতের ফাহাহিল সিটির এক হোটেলে গত ১০ সেপ্টেম্বর ২০১৮ইং রোজ সোমবার বৃহত্তর সিলেট কমিউনিটি ফাহাহিলের উদ্যোগে প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস এম আব্দুল আহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের অব্যাহত প্রতিবাদ সভা, মানববন্ধন ও দোয়া মাহফিল হচ্ছে কুয়েতের বিভিন্ন আঞ্চলিক শহরে।
এবার কুয়েতে থাকা ফাহাহিল সিটির অধিবাসীরা আহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল করেছে।
বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী আব্দুর রহমানের সভাপতিত্বে ও আহমেদ রিপনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জুনেল আহমেদ, আশরাক আলী ফেরদৌস,মাওলানা কাওসার আহমেদ সেলিম, এমডি সেলিম,চুন্নু নাথ,নজরুল ইসলাম,আব্দুস সালাম,জাকারিয়া আবেদিন,এনামুল খাঁন, সিরাজ আহমেদ,শওকত আহমেদ,আজাদ আহমেদ,নিজামুর রহমান টিপু,শামিম শান্ত ও শফিক টিটুসহ অনেকে।
আহাদ হত্যার ঘটনায় প্রতিবাদী হয়ে ওঠা কুয়েত প্রবাসীরা যেকোনো মূল্যে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আয়োজক আঞ্চলিক নেতৃবৃন্দরা ছাড়াও কুয়েত প্রবাসী বাংলাদেশী বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা ও গণমাধ্যমের সাংবাদিক নেতারাও এসময় উপস্থিত ছিলেন।
বক্তব্য দিতে গিয়ে কুয়েত প্রবাসীরা বলেন, অবকাশকালীন ছুটিতে থাকা প্রবাসী সংগঠক,লেখক ও রেমিটেন্স যোদ্ধা এস এম আব্দুল আহাদকে সিলেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
অতএব,আমরা কুয়েত প্রবাসীরা এই হত্যাকাণ্ড কিছুতেই মেনে নিতে পারিনা।
প্রবাসীরা আরো বলেন, আব্দুল আহাদকে যারা খুন করেছে এবং যার হুকুমে আহাদকে এই কঠিন পরিণতি বরণ করতে হয়েছে, আমরা সেসব ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
উল্লেখ্য, গত ৩১শে আগস্ট শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে জিন্দাবাজারের তাঁতিপাড়া গলির মুখে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা কুয়েত প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস এম আব্দুল আহাদকে।