কুয়েতের কেন্দ্রীয় কারাগার এর কর্তৃপক্ষ একজন আরবিয়ান ব্যক্তিকে মোবাইল ফোন ও চার্জার পাচারের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করেছে।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস এ খবরটি জানায়।
ওই দৈনিকটি আরো জানায় যে, জনৈক আরবিয়ান ব্যক্তি জেলে থাকা কয়েদিদের খাদ্য সরবরাহের সময় মোবাইল ফোন ও চার্জার পাচারের চেষ্টা করেছিলেন।
যখন কারাগারের নিরাপত্তারক্ষীরা তাদের দায়িত্ব পালন করেছিলেন; ঠিক তখন চার প্যাক খাবারের মধ্যে চারটি ফোন এবং চারটি চার্জার পেয়েছিলেন।
অভিযুক্ত আরবিয়ান ব্যক্তি প্রাথমিকভাবে এ ঘটনার কথা স্বীকার করেছেন।
জব্দকৃত ফোনগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে।
উল্লেখ্য, কারাগারের অভ্যন্তরে স্মার্টফোনের মূল্য দুই হাজার কুয়েতি দিনার এটি সম্পর্কে বিভিন্ন সূত্রের মাধ্যমে সংশ্লিষ্টরা একটি ধারণা পেয়েছেন।
?সূত্র, আরব টাইমস
?️আ হ জুবেদ